জনশ্রুতি আছে যে, সাবেক্ষ্যং গ্রামের নানিয়ারচর (প্রকাশ নান্যাচর)- এর তৎকালীন জমিদার প্রয়াত কৃষ্ণ মোহন খীসার উদ্যোগে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় ১৯৩৭ খ্রিষ্টাব্দে “নানিয়ারচর এমই স্কুল” নামে। তখন উচ্চ শিক্ষার জন্য কোন জুনিয়র এবং হাই স্কুল ছিল না। তবে লোকমুখে শোনা যায় ১৯৬৭ সালের দিকে খামারপাড়া গ্রামের প্রয়াত কামিনী কুমার চাকমা এবং এলাকার কয়েকজন শিক্ষানুরাগী কর্তৃক সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয় নানিয়ারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। যা ০১/০১/১৯৬৮ খ্রিঃ তারিখে সরকার কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে। পরবর্তিতে